নতুন এবং সিম্পল কিছু মেহেদীর ডিজাইন, Mehendi Design, মেহেদি ডিজাইন
ঈদ, পূজা, জন্মদিন, বিবাহ ইত্যাদি বিভিন্ন ধরনের অনুষ্ঠান উপলক্ষে মেয়েরা মেহেদী পড়তে ভালবাসে। আপনার জন্য থাকছে দারুন কিছু মেহেদীর ডিজাইন, Mehendi design, মেহেদি ডিজাইন।
মেহেদি ডিজাইন সিম্পল, এবং মেহেদি সাজ,
নতুন এবং সিম্পল কিছু মেহেদীর ডিজাইন, Mehendi Design, মেহেদি ডিজাইন
আমাদের দেশে মেহেদি কতোটা ইম্পরট্যান্ট, তা বোঝা যায় ঈদ আর বিয়ের মৌসুমে। আর মেহেদির রঙ কতটা গাঢ় হল তা নিয়েও আছে নানা সংস্কার, কৌতুক! মেহেদি দেয়া খুবই ধৈর্য্যের এক শিল্প। আর আজকাল মেহেদি আর্টিস্টদের কাছ থেকে নজরকাড়া ডিজাইনের জন্য সবাই কম অর্থ ব্যয় করেন! অনেক সময় পার্লারে শেষ মুহুর্তে সুযোগ পাওয়া যায়।
সুন্দর সুন্দর মেহেন্দি এর ডিজাইন (Mehendi Design) করতে আমাদের সবারই ভালো লাগে, আর যদি বিয়ের জন্য মেহেন্দি লাগানো হয় তাহলে তো সেটা একটা বিশেষ ব্যাপার। শুধু অবাঙালি নয়, আজকাল তো বাঙালি বিয়েতেও মেহেন্দির অনুষ্ঠান করা হয় যেখানে কনের সাথে সাথে তার পরিবারের মহিলারা এবং বান্ধবীরাও মেহেদি পরেন।